১৮ অক্টোবর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রাখা সংক্রান্ত পোস্ট গুজব


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

১৮ অক্টোবর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রাখা সংক্রান্ত পোস্ট গুজব

১৮ অক্টোবর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রাখা সংক্রান্ত পোস্ট গুজব বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ১৬ অক্টোবর সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০ সালে ইন্টারনেট এবং ডিশ সংযোগ বন্ধ করার একটি কর্মসূচি দিয়েছিল আইএসপিএবি। কিন্তু পরে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়। সেটিই এখন আবার নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।’

এসংক্রান্ত পোস্টে বিভ্রান্ত হওয়া এবং ভিত্তিহীন এসব পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা