নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের দাবিতে মানববন্ধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের দাবিতে মানববন্ধন

বরগুনায় জীবন ও জীবিকা অধিকার নিশ্চিয়তা প্রদান, খাদ্য পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে খাদ্য অধিকার বাংলাদেশ, বরগুনা জেলা কমিটি। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, খাদ্য অধিকার সাংবিধানিক মানবাধিকার। নাগরিকদের সামাজিক নিরাপত্তা, কৃষি, পানিসহ পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চয়তার লক্ষে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে। 

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ও উন্নয়ন সংগঠক জাকির হোসেন, উন্নয়ন সংগঠন সিয়ামের নির্বাহী পরিচালক আরিফ হোসেন, মহিলা পরিষদ সদস্য গৌরি মজুমদার, মোয়াজ্জেম হোসেন, নাদিয়া সুলতানা প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি পেশ করা হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা