কঠোর লকডাউনেও স্থিতিশীল হচ্ছে না সিলেটে করোনা পরিস্থিতি, একদিনে মৃত্যু ৯, শনাক্ত ৩৪০ জন


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-07-2021

কঠোর লকডাউনেও স্থিতিশীল হচ্ছে না সিলেটে করোনা পরিস্থিতি, একদিনে মৃত্যু ৯, শনাক্ত ৩৪০ জন

করোনা

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটেও চলছে কঠোর বিধিনিষেধের লকডাউন। তবু সিলেটে থামছে না করোনায় মুত্য ও সংক্রমণের সংখ্যা। একদিন কমলে পরদিন বাড়ছে এ সংখ্যা। অস্থিতিশীল একটি পরিবেশ প্রতিবেশ গ্রাস করে রেখেছে আপামন মানুষকে। সেকারনে উদ্বেগ, শংকা এখন মানুষের তনে মনে দীর্ঘায়িত হচ্ছে। আজ
শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে সিলেট ২ ও মৌলভীবাজার ১ জন। এছাড়াও এই ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন করোনায়। একই সময়ে সিলেট বিভাগে নতুন করে ৩৪০ জনের শরীরে ধরা পড়েছে করোনার সংক্রমণ। এর মধ্যে সিলেট ১৭৩, সুনামগঞ্জের ৩২, হবিগঞ্জের ৪৪ ও ৫৫ জন মৌলভীবাজারের। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে
জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে বিভাগে করোনায় মারা ৯ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে। এরমধ্যে সিলেটে ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ ও ৬০ জনের মৃত্যু হয়েছে মৌলভীবাজারে। এছাড়াও এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন মারা গেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে, গত ২৪ ঘন্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৪০ জনকে বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সিলেট ২১ হাজার ৬৯৮, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫, হবিগঞ্জে ৪ হাজার ৪৯৫ ও ৫ হাজার ৪১৯ জন মৌলভীবাজারে। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২৩৯ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ ।

সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় সিলেটে করোনামুক্ত হয়েছেন ২১৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৫৩৮ জন। বর্তমানে বিভাগে ৪০৭ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ভর্তি হয়ে ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা