সিনেমা মুক্তির ৯ দিন পর এলো গান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

সিনেমা মুক্তির ৯ দিন পর এলো গান

৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহেও ছবিটি নিয়ে আগ্রহী সিনেমাপ্রেমী দর্শক। এরমধ্যেই ইউটিউবে প্রকাশিত হলো ‘পদ্মাপুরান’ এর আরো একটি গান।

‘দেখলে ছবি পাগল হবি’ শিরোনামের গানটির কথা ও সুর জালাল উদ্দীন খাঁর। নির্ঝর চৌধুরীর সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার।

১৭ অক্টোবর দুপুর ২টায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি। গানে ঠোঁট মিলিয়েছেন গুণী অভিনেত্রী শম্পা রেজা। সাম্প্রতিক এমন চরিত্রে এই অভিনেত্রী দেখা যায়নি।

প্রযোজনা সূত্র জানিয়েছে, ঢাকায় স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, সৈনিক ক্লাব, চট্টগ্রামের সুগন্ধায় ‘পদ্মাপুরান’ দেখা যাচ্ছে।

ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/EdPulHYDLqc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা