রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে কমলাপুরগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সাইদুল ইসলাম (৩৫) ও অজ্ঞাতপরিচয় নারী (৩২) ।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত সাইদুল ইসলাম (৩৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি বরগুনা সদর উপজেলার আন্দার মানিক গ্রামের জালাল হাওলাদারের সন্তান। বর্তমানে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা