মেকআপ তুলতে ঘরোয়া তিন উপাদান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

মেকআপ তুলতে ঘরোয়া তিন উপাদান

উৎসব আমেজ হোক কিংবা বিয়ে বাড়ি, নারীরা নিজেদের সাজিয়ে তুলতে ভালোবাসে নানা রূপে নানা রঙে। নানা প্রসাধন সামগ্রীর ছোঁয়ায় নিজেদের নিখুঁত করে সাজিয়ে তোলেন তারা। কিন্তু এই মেকআপ ঠিকঠাক ভাবে তোলাটা ভীষণ জরুরি। এক্ষেত্রে যে সব সময় বাজার থেকে কেনা মেকআপ রিমুভারই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। ঘরে থাকা তিনটি উপাদানেই কিন্তু ঝটপট তুলে নিতে পারেন মেকআপ সেই সাথে এসব উপাদান খেয়াল রাখবে আপনার ত্বকের স্বাস্থ্যেরও। চলুন জেনে নেই-দুধ যেমন পুষ্টির আঁধার ঠিক তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। তবে জানেন কি, মেকআপ তুলতেও দুধের বিকল্প হয়না? এটি ব্যবহারে মেকআপ তুললে মুখও পরিষ্কার হবে সেই সাথে ত্বকের স্বাস্থ্যও থাকবে ভালো। তাই অল্প একটু দুধ নিয়ে তুলো ব্যবহার করে মুছে নিতে পারেন মেকআপ। ঝটপট পেয়ে যাবেন পরিষ্কার ঝকঝকে ত্বক।

রূপচর্চায় মধুর গুণাগুণতো নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। মেকআপ তুলতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। একটি কাপড়ে মধুর সাথে মিশিয়ে নিন বেকিং সোডা এরপর মুখে আলতো করে ঘষুন। উঠে যাবে সযত্নে করা প্রসাধন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ব্যাস, এবারে সেরে নিতে পারেন স্কিনকেয়ার।

শসা ব্যবহারে খুব সহজেই তুলে নিতে পারেন ভারী মেকআপও। শসা ব্লেন্ড করে রস তৈরি করে নিন। এরপর সেটি দিয়ে করে নিন ত্বক পরিষ্কার। শসার রস আপনার ত্বককে রাখবে সুস্থ ও সুন্দর।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা