৫ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

৫ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দুর্গাপূজা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন পন্যবাহী ট্রাক ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দরজুড়ে। সকাল থেকেই শ্রমিকরা ব্যস্ত সময় পার করে। 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২-১৬ অক্টোবর পর্যন্ত এ বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পূজাশেষে ফের বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। 

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, পূজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু-দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)