পচা মাংস পাওয়া গেল সোনাইমুড়ীর 'হাজী বিরিয়ানী'তে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

পচা মাংস পাওয়া গেল সোনাইমুড়ীর 'হাজী বিরিয়ানী'তে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় 'হাজী বিরিয়ানী হাউস'-এ অভিযান চালিয়ে ১০০ কেজি পচা মাংস জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 'হাজী বিরিয়ানী হাউস' মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান। 

নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার কলেজগেট এলাকার হাজী বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা পচা মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজী বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নাঘর সিলগালা করা হয়। এগুলো গন্ডারের মাংস বলে দাবি করেন অনেকে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের 'হাজী বিরিয়ানি হাউজ' দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও পচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা