হংকংয়ে নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৭ জনের কারাদণ্ড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

হংকংয়ে নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৭ জনের কারাদণ্ড

চীনের জাতীয় নিরাপত্তার আইন ভঙ্গ করে বিক্ষোভের অভিযোগে সাতজনকে ১২ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর ১ জুলাই দেশটির নিরাপত্তা আইন ভঙ্গ করে হাজার হাজার বিক্ষোভকারী গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন-সমাবেশ করে। খবর এএনআই।

অভিযুক্তরা হলেন-ফিগো চ্যান, সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) সাবেক নেতা, স্যাং কিন-শিং, লিগ অব সোস্যাল ডেমোক্রেটসের ত্যাং সায়ে-লায়ে, সাবেক জেলা কাউন্সিলর অ্যান্ডি চিউই, সাবেক সংসদ সদস্য উই চি-ওয়াই, ইডি চু এবং লিয়াং ওক-হ্যাং। ফিগো চ্যানকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যদের সাজা হয়েছে ছয় থেকে ১০ মাস পর্যন্ত।

২০২০ সালের ৩০ জুন চীন বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস করে। এর আগের বছর সরকার বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আইন পাশ করে দেশটির সরকার।

কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন ও বিচ্ছিন্নতাবাদে বিদেশিদের সঙ্গে সম্পর্ক নিষিদ্ধ করা হয় বিতর্কিত এই আইনে। একইসঙ্গে কেউ এ ধরনের অপরাধে যুক্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা