জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের প্রস্তুতিমূলক সভা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-10-2021

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৫৪টি প্রাথমিক ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে ৩০ অক্টোবর হতে ৫ নভেম্বর পর্যন্ত সরকার বিনামূল্যে কৃমিনাশক বড়ি প্রদান করবেন। প্রাথমিকের ৮৯৯৭ ও মাধ্যমিকের ৫২১৬ জন শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে। এ উপলক্ষে সকল বিদ্যালয়ে ২৩ অক্টোবর হতে ২৯ অক্টোবর সপ্তাহব্যাপী ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়া বাদ পড়া শিশুদের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বড়ি পৌঁছে দেওয়া হবে। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন ও ব্যাখ্যা প্রদান করেন চিকিৎসক আল-আমিন সরোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মোহাম্মদ বাহউদ্দিন, এমটিপিও মো. আজিজুর রহমান, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মী মো. আসাদর রহমান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা