পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবি ঢাবি নীল দলের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-10-2021

পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবি ঢাবি নীল দলের

দুর্গাপূজার মণ্ডপে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

এর পিছনে ‘একটি দলের হাত থাকার অভিযোগ’ এনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

শনিবার নীলদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং যুগ্ম-আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তারা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা