রৌমারীতে পাকা ব্রিজের ওপর বাঁশের সাঁকো


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-10-2021

রৌমারীতে পাকা ব্রিজের ওপর বাঁশের সাঁকো

কুড়িগ্রামের রৌমারীতে চলাচলের অনুপযোগী হওয়ায় ব্রিজের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন গ্রামবাসী। ২০০৭ সালে আরআইআইপি-২ প্রকল্পের আওতায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু সাইদ বলেন, ব্রিজটি ১৪ বছর আগে নির্মাণ হলেও দুই পাশে মাটি না থাকায় ধসে নিচু হয়ে গেছে, তারপর থেকেই বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।

উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. জোবায়েদ হোসেন বলেন, ব্রিজটি ডিপিপিতে অন্তর্ভুক্ত করে প্রস্তাবনা পাঠানো হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা