কালীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-10-2021

কালীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

গাজীপুরের কালীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করলেও নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ওই যুবকের আনুমানিক

তিনি আরও জানান, শুক্রবার রাত ১০টার দিকে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে এক নৈশ প্রহরী যাচ্ছিল এ সময় রাস্তার পাশে এক যুবকের বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি ফোন করে জানান। ইউপি সদস্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়।

বয়স ৩০/৩৫। তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন ইজিবাইক চালক। তার পরনে লাল রঙের চেক সার্ট ও চেক লুঙ্গি ছিল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা