যাত্রাবাড়ীতে আইসের সবচেয়ে বড় চালান জব্দ, বিদেশি অস্ত্রসহ ‘মূলহোতা’ গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-10-2021

যাত্রাবাড়ীতে আইসের সবচেয়ে বড় চালান জব্দ, বিদেশি অস্ত্রসহ ‘মূলহোতা’ গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ), বিদেশি অস্ত্র ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে উদ্ধারকৃত মাদক আইসের পরিমাণ প্রায় পাঁচ কেজি।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, অভিযানে গ্রেফতার করা হয়েছে খোকন নামের এক ব্যক্তি ও তার সহযোগীকে। খোকন টেকনাফে আইস সিন্ডিকেটের অন্যতম হোতা।

র‌্যাব জানিয়েছে, এটিই এখন পর্যন্ত দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)