কলকাতাই আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার: ধোনি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-10-2021

কলকাতাই আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার: ধোনি

আইপিএলের ১৪তম সংস্করণে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের কলকাতা।

তবে এত বড় একটা উচ্ছ্বাসের মুহূর্তেও একেবারে নিরুত্তাপ ধোনি! দলের জয় সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে ধোনি স্পষ্ট জানিয়ে দিলেন- চেন্নাই নয়, এই জয়ের দাবিদার কলকাতা নাইট রাইডার্স।

ধোনি বলেন, 'চেন্নাই সুপার কিংস নিয়ে কিছু বলতে যাওয়ার আগে আমি কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলতে চাই। এভাবে কামব্যাক করা সত্যিই খুব কঠিন একটা কাজ। আর সেটাই কলকাতা করে দেখিয়েছে। যদি কোনও দল এই আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার হয়, তাহলে সেটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স। কলকাতার কোচ, দল এবং সাপোর্ট স্টাফদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। এই বিরতিটা কলকাতাকে যথেষ্ট সাহায্য করেছে।'

ধোনি বললেন, 'এবার চেন্নাই সুপার কিংসের কথায় আসা যাক। প্রত্যেকটা ম্যাচেই কেউ না কেউ ম্যাচ উইনার হয়ে সামনে এগিয়ে এসেছেন। প্রত্যেকটা ফাইনাল ম্যাচই যথেষ্ট স্পেশাল। যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে বুঝতে পারবেন ফাইনাল হারার ব্যাপারেও আমরা যথেষ্ট ধারাবাহিক (হাসি)। তবে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের কামব্যাক। বিশেষ করে নক আউট পর্যায়ে।'


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা