যুক্তরাজ্যে করোনায় নতুন করে ১৪৫ জনের প্রাণহানি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-10-2021

যুক্তরাজ্যে করোনায় নতুন করে ১৪৫ জনের প্রাণহানি

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭৯ জন। তবে একই সময়ে ৪৪ হাজার ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, বৃহস্পতিবার যুক্তরাজ্যে করোনায় ১৫৭ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ৪৫ হাজার ৬৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান চতুর্থ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৬১ হাজার ৬৫১ জন। আর সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৩৯ হাজার ১২৯ জন।  

দেশটিতে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ১৫৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫২  লাখ ৯৭ হাজার ২৩১ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা