পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় এখনও ৫ শতাধিক যানবাহন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-10-2021

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় এখনও ৫ শতাধিক যানবাহন

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তি কমছে না। গত কয়েকদিন ধরেই এই নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া ঘাট থেকে ফেরিগুলোকে উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌছাতে হচ্ছে। এতে ফেরিগুলোর ঘাটে ভিড়তে অধিক সময় লাগছে। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এ নৌরুট ব্যবহারকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, নদীতে স্রোত কিছুটা কমেছে, তবে স্বাভাবিক হয়নি।

এ নৌরুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের বিপরীতে ফেরিচলাচলে সময় বেশি লাগার কারণে  পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ পড়েছে। ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী কোচ ও কিছু  ছোটগাড়ি।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)