প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে ইংল্যান্ড; আর্চারের হুঙ্কার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-10-2021

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে ইংল্যান্ড; আর্চারের হুঙ্কার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে নেই জোফরা আর্চার ও বেন স্টোকস। তারপরও যথেষ্ট শক্তিশালী হয়েই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে মর্গ্যানের দল, এমনটা বিশ্বাস করেন আর্চার।

ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখা দুই তারকা এবার না থাকলেও ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী। আর্চার এই দলকে নিয়ে আত্মবিশ্বাসী, ‘চলুন এগিয়ে যাই, আমরা অনেক দিন ধরে সফল, যার স্বীকৃতি পেয়েছি বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে। আমাদের খেলোয়াড়রা যে কোনো পর্যায়ে দাপট দেখাতে পারে। হ্যাঁ, আমি ও বেন স্টোকস নেই। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে আমি চিন্তিত নই। আমি জানি আমাদের অনুপস্থিতিতেও সেই অভাব পূরণের যথেষ্ট শক্তি আছে।’

প্রতিপক্ষ দলগুলোকে একধরনের হুমকি দিয়ে রাখলেন এই পেসার, ‘আমি আশা করি আসন্ন কয়েক সপ্তাহ আমাদের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলগুলো আতঙ্কিত থাকবে। আমার মনে হয় রাতে তাদের ঘুম হারাম হয়ে যাবে, ভাববে, ‘হায়, আগামীকাল আমাদের কঠিন একটি খেলা আছে।’

প্রসঙ্গত, ডান কনুইয়ে স্ট্রেস ফ্র্যাকচার হওয়ায় আগস্টে বিশ্বকাপ খেলবেন না জানিয়ে দেন আর্চার। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে অনির্দিষ্টিকালের জন্য বিরতিতে স্টোকস। তাদের স্থলাভিষিক্ত হিসেবে ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড দলে নিয়েছেন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন ও ফাস্ট বোলার টাইমাল মিলসকে।

আগামী ২৩ অক্টোবর দুবাইয়ে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে ইংল্যান্ডের।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা