টি-টোয়েন্টি বিশ্বকাপ: অভিনব কায়দায় ভারতের জার্সি উন্মোচন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-10-2021

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অভিনব কায়দায় ভারতের জার্সি উন্মোচন

আইকনিক বুর্জ খলিফার গায়ে প্রজেক্টরের মাধ্যমে বর্ণিল আয়োজনে বুধবার উন্মোচিত হলো ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি।

বিসিসিআই এই মুহূর্তের ভিডিও টুইটারে পোস্ট করে লিখেছে, ‘আইকনিক বুর্জ খলিফায় প্রজেকশনের মাধ্যমে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সি আরও বড় ও ভালোভাবে উন্মোচিত হলো। ঐতিহাসিক মুহূর্তটি দেখুন।’

ভিডিওটি আপলোড হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘণ্টাখানেকের মধ্যে ভাইরাল হয়। ভারতীয় ক্রিকেট দলের অগণিত ভক্তের অনুপ্রেরণায় নতুন জার্সির নামকরণ হয়েছে, ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’।

বিরাট কোহলির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ শুরু হবে ২৪ অক্টোবর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে ১৮ ও ২০ অক্টোবর এই শহরের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা