করোনা ঠেকাতে ভিয়েতনামে কুকুর-বিড়াল হত্যা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-10-2021

করোনা ঠেকাতে ভিয়েতনামে কুকুর-বিড়াল হত্যা

করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ভিয়েতনামে। সম্প্রতি দেশটির লং অ্যানে করোনা সংক্রমণ বেড়ে গেলে ওই শহরের এক দম্পতি মোটরবাইকে করে চা মাউ প্রদেশের খান হাং এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। খান হাংয়ের পরিস্থিতি কিছুটা ভালো। এ সময় তাদের সঙ্গে ছিলো তাদের পোষা ১৫টি কুকুর। তিন আত্মীয় এবং ওই আত্মীয়দের তিনটি কুকুর ও একটি বিড়াল।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ওই শহরে পৌঁছানোর পর ওই দম্পতি ও তাদের তিন আত্মীয়ের দেহে করোনা শনাক্ত হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ ওই প্রাণীগুলোকে মেরে ফেলে। এসব প্রাণী থেকে হয়তো করোনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই এ কাজ করা হয়।

ফাম মিন হাং নামে ৪৯ বছর বয়সী ওই রাজমিস্ত্রি বলেন, এই ঘটনার পর আমি এবং আমার স্ত্রী খুব কেঁদেছি। আমরা ঘুমাতে পারছি না। আমার এটা বিশ্বাস হচ্ছে না যে সত্যিই এমন কিছু ঘটেছে। আমরা আমাদের বাচ্চাদের (কুকুরগুলো) বাঁচাতে কোনও কিছুই করতে পারলাম না।

তিনি আরও বলেন, আমি এবং আমার স্ত্রী ১৫টি কুকুরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। চা মাউ প্রদেশে প্রবেশের পর এক স্বেচ্ছাসেবীকে দু’টি কুকুর দিয়ে দেই। আর একটি পথিমধ্যেই মারা যায়। আমাদের মোট ১২টি কুকুর ছিলো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা