পাকিস্তানকে ভারতবধের কৌশল বলে দিলেন মিয়াঁদাদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-10-2021

পাকিস্তানকে ভারতবধের কৌশল বলে দিলেন মিয়াঁদাদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে দুই দলের রণকৌশল কেমন হতে পারে- তা নিয়ে এরইমধ্যে শুরু হয়ে গেছে বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ তারকাখচিত ভারতের বিপক্ষে তার দেশের জয়ের ভালো সুযোগ দেখছেন। এজন্য চাপমুক্ত থেকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বললেন বাবর আজমদের।

মিয়াঁদাদের পরামর্শ, ‘টুর্নামেন্টে অনুপ্রাণিত থাকতে ভারতের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তারা শক্তিশালী দল এবং বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় আছে। কিন্তু আমরা যদি ভয়ডরহীন ও চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে পারি এবং প্রত্যেকে নিজের কাজটা করে তাহলে তাদের হারাতে পারি।’

মিয়াঁদাদের বিশ্বাস, দলগত প্রচেষ্টায় এবারের আসরে ভালো করার সামর্থ্য পাকিস্তান দলের আছে। তিনি বলেছেন, ‘অনেকের মতে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন বা দুজন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে, কিন্তু আমি মনে করি এই ফরম্যাটে দলকে জেতাতে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে অবদান রাখতে হবে।’

শুধু বাবরের ওপর দল নির্ভরশীল থাকা উচিত হবে না বললেন মিয়াঁদাদ, ‘এই ফরম্যাটে ২০ রানেরও একটা ছোট্ট ইনিংস কিংবা রান আউট অথবা ভালো একটি ওভার ম্যাচ জেতাতে পারে। তাই প্রত্যেককে অবদান রাখতে হবে।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা