৬ ঘন্টায়ও খোঁজ মেলেনি কালশীতে নিখোঁজ ব্যক্তির


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

৬ ঘন্টায়ও খোঁজ মেলেনি কালশীতে নিখোঁজ ব্যক্তির

ঘড়ির কাটায় ৬ ঘন্টা পার হলেও খোঁজ মিলেনি রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তির। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৯টা থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও দুপুর আড়াইটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ওই ব্যক্তির।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের তথ্য জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক বাবুল বাশার ইত্তেফাক অনলাইনকে বলেন, সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের ২৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ঘটনা স্থল থেকে ৬০ গজ এলাকার মধ্যে খুঁজে দেখেছি। তবে এখন পর্যন্ত আমরা তাকে খুঁজে পাইনি।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও প্রত্যাক্ষদর্শী সুত্রে আমরা জানতে পেরেছি যে নিখোঁজ হওয়া লোকটি মানসিক ভারসাম্যহীন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা