কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আবারও করোনার টিকা দেবে জাপান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আবারও করোনার টিকা দেবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে করোনাভাইরাসের আরও টিকা দেবে জাপান। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন রাষ্ট্রদূত ইতো নাওকি। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশকে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ করোনার ডোজ দিয়েছেন জাপান। দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘জাপান বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় করোনার আরও টিকা সরবরাহ করবে। বর্তমানে জাপানের পরিকল্পনায় এটি রয়েছে। ঠিক কত টিকা দেওয়া হবে সেটি এই মুহূর্তে আমি বলতে পারব না। তবে আশা করছি, এটা নভেম্বরে আসতে পারে।’

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। জাপা‌ন সরকা‌র করোনার টিকা ছাড়াও অন্যান্য মে‌ডি‌কেল সরঞ্জাম সরবরাহ কর‌বে, পাইপলাইনে অছে। এগুলো বি‌ভিন্ন হাসপাতাল ও কিছু ইন‌স্টি‌টিউটকে দেওয়া হ‌বে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা