টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে মুস্তাফিজ-রুবেল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে মুস্তাফিজ-রুবেল

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগার একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে, ১২ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। আইসিসি কর্তৃক টেলিভিশন প্রোডাকশন না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মত এই ম্যাচটিও টিভি পর্দায় দেখা হবে না দর্শকদের।

চোটের কারণে এই ম্যাচেও খেলা হচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সাথে থাকা পেসার রুবেল হোসেন। আগের প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকা তারকা পেসার মুস্তাফিজুর রহমানও খেলছেন ম্যাচটিতে।

বাংলাদেশ দলের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)