রেফারিং ঠিকই আছে: মারুফুল হক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

রেফারিং ঠিকই আছে: মারুফুল হক

‘বাংলাদেশের ফুটবল দর্শক আমাকে বকা দিক আর যাই করুক। আমি বলবো, ম্যাচের রেফারিংয়ে বড় কিছু ভুল ছিল না। রেফারিং ঠিকই আছে। আমরাই ঠিক নাই—বললেন জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক।

বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ-নেপাল ম্যাচ দেখেছেন মারুফুল হক। তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা জানে না কোনটা ফাউল আর কোনটা ফাউল না। রেফারি সাফে যেসব ফাউল ধরেছেন এইগুলোই ঢাকার মাঠে ধরা হয় না। এখানকার খেলায় রেফারিরা ফাউল ধরেন না। আর এসব কারণেই প্লেয়াররা মনে করেন এটাই বুঝি নিয়ম। ম্যাচের বাকি সবই ঠিক ছিল। সুমন রেজার গোলটা ভালো ছিল। এর পরের সুযোগটায় সুমন রেজা নিজে না মেরে বলটা ইব্রাহিমকে দিলে গোল হতে পারতো। তাতে নেপাল আর ম্যাচে থাকতে পারতো না। সুমন স্বার্থপরের মতো কাজ করেছে।’

মারুফুল হক বললেন, ‘১-০ গোলে এগিয়ে আছে। এখন নেপাল লং বলে খেলবে এটাই তো স্বাভাবিক। উপমহাদেশের ফুটবলে এটাই হয়। আমরা কেন একটা বলের পেছনে সবাই হুমড়ি খেয়ে পড়বো।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা