হাসপাতালে মনমোহন সিং, দ্রুত আরোগ্য কামনা মোদির


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

হাসপাতালে মনমোহন সিং, দ্রুত আরোগ্য কামনা মোদির

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টুইটে মোদী লেখেন, ‘ড. মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এ ভর্তি করা হয় মনমোহন সিংকে।

এনডিটিভি জানায়, গত সোমবার (১১ অক্টোবর) জ্বর ছিল মনমোহন সিংয়ের। তিনি এ থেকে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু এরপর আবার দুর্বল হয়ে পড়েন।

৮৯ বছর বয়সী এ কংগ্রেস নেতা গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাত্র ১০ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা