‘ভারতের বিপক্ষে ড্রয়ের পরই বাংলাদেশের পেছনে লেগেছে অশুভ শক্তি’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

‘ভারতের বিপক্ষে ড্রয়ের পরই বাংলাদেশের পেছনে লেগেছে অশুভ শক্তি’

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ফাইনালের খেলার আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে জিকোর লাল কার্ড ও বিতর্কিত পেনাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ফুটবল দলের ভারপ্রাপ্ত কোচ অস্কার ব্রুজন। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষ ড্রয়ের পর থেকেই আমাদের পেছনে যেন কোনো অশুভ শক্তি লেগেছে। বাংলাদেশকে তারা উঠতে দিতে চায় না। আজ সে জন্যই এমন পেনাল্টি দেওয়া হলো। আমরা সবাই ভেবেছিলাম রেফারি গোল কিকের বাঁশি বাজিয়েছেন, অথবা ডাইভিংয়ের, সেখানে এই সিদ্ধান্ত! আমরা হতবাক।’

ব্রুজোন আরও বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের সেরা না হলেও অন্যতম সেরা দল ছিলাম। আমার খেলোয়াড়রা মাঠে সেটা দেখিয়েছে। ভারত ম্যাচের পরই বলেছিলাম, বাংলাদেশের ফুটবল এখনো মরেনি। কিন্তু অদৃশ্য কোনো একটা শক্তি যেন আমাদের উঠতে দিতে চাইছে না।’ এএফসি কাপের প্রসঙ্গেও ফিরেছেন ব্রুজোন, ‘এএফসি কাপেও (বসুন্ধরা কিংসের ম্যাচে) একই ঘটনা ঘটেছে। যখনই ম্যাচ আমাদের পুরো নিয়ন্ত্রণে তখনই সুশান্তকে লাল কার্ড দেখিয়ে ১০ জন করে দেওয়া হলো।’

টানা চারটি সাফে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বাংলাদেশ এই আসরে শিরোপা জয় নয়, ফাইনালে ওঠার কথাই ভাবছিল। সেই ফাইনালের খুব কাছে এসে এভাবে ফেরা বাংলাদেশের উন্নতিটাকে মুছতে পারবে না বলেই মনে করেন স্প্যানিশ এই কোচ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা