রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সশস্ত্র ডাকাতরা ওই প্রবাসীর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত প্রবাসীর বাড়ি পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

প্রবাসী রিয়েল মিয়াজি’র বাবা হানিফ মিয়াজি (৬৭) জানান, বাড়ির গেট বন্ধ করে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়ি। ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল বারান্দার গ্রিল কেটে ৩টি কক্ষে ঢুকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ৮ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

এ সময় বাঁধা দিতে গেলে এক গৃহবধূ আহত হন। তাকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়পুর থানা পুলিশ ও কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রায়পুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা ডাকাতদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় মো. আজাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 
 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা