নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত

নরওয়েতে তীর-ধনুক হামলায় প্রাণ গেছে ৫ জনের, আহত হয়েছেন দু’জন। বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এই ঘটনা ঘটে।

রাজধানী অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের একটি সুপারমার্কেটে চালানো হয় এ হামলা। জড়িত সন্দেহভাজনকে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তবে তার আগে নিরাপত্তা বাহিনীর সাথে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয় তার। হামলাকারী একাই ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে করেও টহল দিয়েছে পুলিশ। এ ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। নিরাপত্তার স্বার্থে শহরটির বেশ কিছু এলাকা কাঁটাতারে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা