আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের ৬ উপজেলায় ৮ প্লাটুন বিজিবি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2021

আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের ৬ উপজেলায় ৮ প্লাটুন বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের ছয় উপজেলায় ৮ প্লাটুন বিজিবি চেয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এ বিষয়ে চিঠি দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন প্রয়োজন। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রয়োজন।

চট্টগ্রামের হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, ফটিকছড়িতে ১ প্লাটুন, সীতাকুণ্ডে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন এবং পটিয়ায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা