নাশকতা মামলায় ইটভাটার মালিক গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

নাশকতা মামলায় ইটভাটার মালিক গ্রেফতার

নাশকতা মামলার অভিযোগে আখতারুজ্জামান চঞ্চল নামে এক ইটভাটা মালিককে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ। আটক চঞ্চল বারাকপুর গ্রামের আমির হামজার ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহা দারা খান জানান, নাশকতার কাজে অর্থ দাতা হিসেবে চঞ্চলকে গ্রেফতার করা হয়েছে।  গত ২১ আগস্ট নাশকতা মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫ (৩) /২৫ (বি) ধারায় ৭ জন নামীয় আসামিসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় নাশকতার কাজে অর্থ দাতা হিসেবে চঞ্চলকে গ্রেফতার করা হয়। চঞ্চলকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার বারাকপুর মাঠে চঞ্চলের ইটভাটার অফিস কক্ষের ছাদ থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু ও ১২টি রামদা উদ্ধার করে পুলিশ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা