বানারীপাড়ায় জাল নোটসহ আটক সিদ্দিক কারাগারে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

বানারীপাড়ায় জাল নোটসহ আটক সিদ্দিক কারাগারে

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার কাঁচা বাজার থেকে ৬ হাজার টাকার জাল নোটসহ সিদ্দিক হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে আটক সিদ্দিক একই উপজেলার কমলাপুর গ্রামের মৃত আফতাব হাওলাদারের ছেলে। 

অভিযানে নেতৃত্ব দেয়া বানারীপাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, বাজারে জাল নোট নিয়ে সিদ্দিকের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১ হাজার টাকার ৪টি এবং ৫০০ টাকার ২টি জাল নোট উদ্ধার করেন তারা।

এ ঘটনায় ওই রাতেই সিদ্দিককে একমাত্র আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে সিদ্দিককে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা