লক্ষ্মীপুরে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলিতে মহাষ্টমী উদযাপিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

লক্ষ্মীপুরে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলিতে মহাষ্টমী উদযাপিত

লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদযাপন করা হয়েছে আজ বুধবার। এ উপলক্ষে জেলার ৭৮টি পূজা মণ্ডপে নতুন সাজে বাহারি সব পোশাকে নারী-শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তরা ভিড় জমান। পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহাষ্টমী উদযাপন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বুধবার (১৩ অক্টোবর) শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া, আনন্দময়ী কালী বাড়ি মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এসময় শঙ্খ  উলুধ্বনি  আর ঢাকের তালে সবাই মেতে উঠেন। এর আগে ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে পূজা শুরু হয়। দুর্গোৎসবে এবার দেবীর আগমন ঘটবে ঘোড়ায় আর করোনা মহামারি নিয়ে দোলায় চড়ে বিদায় নেবেন বলে জানান ভক্তরা।

এদিকে পূজাকে ঘিরে কঠোর  নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন। নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা