বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে শহরের জামিলনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে র‌্যার-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলো-শহরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত নরেদ্র্র চন্দ্রের ছেলে মানিক চন্দ্র সরকার (৩৫), আব্দুস সামাদ শেখের ছেলে রাখাল শেখ (২৭), মৃত সিরাজের ছেলে মো. সাগর (৩৫) এবং মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত তারা শেখের ছেলে আজিম শেখ (৪০)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামিলনগর এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে ১ টি হাসুয়া, ২ টি চাকু, ১ টি রশি এবং মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা