অপহরণের ৪ দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

অপহরণের ৪ দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে গত ৮ অক্টোবর অপহরণ হওয়া রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

২৪ নম্বর ক্যাম্পের লেদা বি-ব্লকের মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার বিকালে এই অভিযান পরিচালনা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক গতকাল মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (৮ অক্টোবর) আরিফুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে অপহরণ করে দাবি করা হয় মোটা অংকের মুক্তিপণ। অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার লেদা বি-ব্লকের মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে সেই যুবককে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ নিতে আসা অপহরণ চক্রের সদস্য আতাউল্লাহকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার যুবককে তার পরিবারের কাছে পাঠানো হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাতেই তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতে তোলা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা