টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা স্থল সীমান্ত ও ফেরি দিয়ে যাতায়াতের অনুমোদন দিতে যাচ্ছেন। 

ঐচ্ছিক, আবিশ্যিক যে কোনো প্রয়োজনে সীমান্ত দিয়ে ভ্রমণের ক্ষেত্রে আগামী বছরের জানুয়ারি থেকে টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। 

সূত্র : বিবিসি  


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা