যুক্তরাষ্ট্রে ডাক বিভাগে গুলি, বন্দুকধারীসহ নিহত ৩


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগে গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাজ্যের একটি ডাকঘরে এ হামলা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এই ঘটনার পর ডাক বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, নিজের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন হামলাকারী ব্যক্তি। মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে গুলি চালান ওই কর্মী। এতে সেখানে কর্মরত দুই কর্মী নিহত হন।

যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক গণমাধ্যমকে জানান, হামলার শিকার দুই ব্যক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী।

ঘটনাস্থলে উপস্থিত এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, ‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছেন। নিজের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তার।’ এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা