যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা, হামলাকারী নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-10-2021

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছেন এক সহকর্মী। পরে গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজ্যের মেমফিস শহরের অরেঞ্জ মাউন্ড ডাক পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। হামলার পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

মার্কিন ডাক পরিদর্শক সুসান লিংক জানিয়েছেন, মেমফিস পাড়ার ইস্ট লামার কেরিয়ার অ্যানেক্সে গুলির ঘটনায় তিন ডাক কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এফবিআই’র মুখপাত্র লিসা-অ্যান কুলপ বলেন, সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন। সে ওই তিন কর্মীদের মধ্যে একজন। হামলকারী তার নিজের গুলিতে মারা যায়।

যুক্তরাষ্ট্রে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। দেশটিতে গত কয়েক বছরে সাধারণ মানুষের উপর অস্ত্র নিয়ে বন্দুক হামলার ঘটনা  উদ্বেগজনক হারে বেড়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা