নিখোঁজের দুইদিন পর তিস্তা ব্যারাজ থেকে লাশ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-10-2021

নিখোঁজের দুইদিন পর তিস্তা ব্যারাজ থেকে লাশ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর তিস্তা নদীতে লাশ ভেসে উঠে যুবকের। সোমবার দুপুর দেড়টায় তিস্তা ব্যারাজের ১৩ নং গেটে লাশ আটকে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত আজাহারুল ইসলাম (৩০) নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা এলাকার আতিয়ার রহমানের ছেলে। ওই যুবক টেপাখড়িবাড়ী দক্ষিণ খড়িবাড়ী (জিহাদ বাজার) গ্রামের আলতাফ হোসেন জামাই।

জানা গেছে, গত রবিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর বার্ণিঘাট পয়েন্টে এলাকায় মাছ ধরার জন্য নদীতে সাঁতারিয়ে ওপারে যাওয়ার সময় তীব্র স্রোতে ডুবে গিয়ে নিখোঁজ হন আজাহারুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পর দুইদিন অতিবাহিত হলেও তাকে খুজে পাওয়া যাচ্ছিল না । সোমবার তিস্তা ব্যারাজের জলকপাটে তার লাশ আটকে যায়। লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে পাঠানো হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা