ফিলিপাইনে তুমুল বৃষ্টির পর ভূমিধস, ৯ জনের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-10-2021

ফিলিপাইনে তুমুল বৃষ্টির পর ভূমিধস, ৯ জনের মৃত্যু

ফিলিপাইনে মৌসুমী ঝড়ের পর সৃষ্টি ভূমিধসে ও ডুবে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন। ফিলিপাইন নিউজ এজেন্সি গতকাল সোমবার রাতে এ তথ্য জানিয়েছে। ঝড়ের তলিয়ে গেছে কয়েকটি গ্রাম।

জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, ঝড়ের পর ফিলিপাইনে কয়েকটি এলাকায় ভূমিধস শুরু হয়েছে। ব্যানগুইট প্রদেশে ভূমিধসে মারা গেছে ৪ জন। উপকূলীয় প্রদেশ চাগায়ানে ডুবে মারা গেছে এক ব্যক্তি। 

কমপাসু নামের ওই মৌসুমী ঝড়ে ঘনবসতিপূর্ণ লুজন প্রদেশে নিখোঁজ হয়েছেন ৭ জন। পালওয়ান প্রদেশে ৪ জন মারা গেছে এবং একইসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে। 

মঙ্গলবার হাইওয়ে ও সেতুর ওপরও পানি উঠেছিল, এখন তা কমতে শুরু করেছে


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা