যুক্তরাজ্যে বয়স্করা নিচ্ছেন করোনার বুস্টার ডোজ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-10-2021

যুক্তরাজ্যে বয়স্করা নিচ্ছেন করোনার বুস্টার ডোজ

যুক্তরাজ্যে ৮০ বছরের ঊর্ধ্বের নাগরিকদের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার বুস্টার ডোজ নিয়েছেন। 

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) পরিসংখ্যান মোতাবেক, ৮০ বছরের উপরের প্রায় ২৭ লাখ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। 

জানা গেছে, করোনা মহামারি থেকে বয়স্কদের ঝুঁকি মোকাবিলায় সামনে বুস্টার ডোজের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।

করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজকে বলা হচ্ছে বুস্টার। এটি নেওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্যে ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে ১৮ শতাংশ বুস্টার ডোজ নিয়েছেন এবং ৭০-৭৪ বছর বয়সীদের মধ্যে নিয়েছেন আট শতাংশ। সূত্র: বেলফাস্ট টেলিগ্রাফ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা