করোনা টিকা নিতে বাধ্য করা যাবে না, টেক্সাস গভর্নরের নির্বাহী আদেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-10-2021

করোনা টিকা নিতে বাধ্য করা যাবে না, টেক্সাস গভর্নরের নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দুই গভর্নরের কারণে ভালোই বিপাকে আছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্লোরিডা ও টেক্সাসের দুই গভর্নর মানুষকে টিকা নিতে বাধ্য করতে চান না। দুই গভর্নরের এমন অবস্থান নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন বাইডেন।

এবার টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট যা করেছেন তা নিশ্চিতভাবে বাইডেনের কপালে চিন্তার ভাঁজকে আরও গভীর করবে। রিপাবলিকার রাজনীতিবিদ গ্রেগ সোমবার এক নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, বেসরকারি নিয়োগদাতা থেকে শুরু করে রাজ্যের কেউ টেক্সাসের বাসিন্দাদের করোনার টিকা নিতে বাধ্য করতে পারবে না।

গ্রেগ শুধু আদেশ জারি করেই ক্ষান্ত হননি। এ নিয়ে আইন পাশ করতেও নির্দেশ দিয়েছেন রাজ্যের আইনপ্রণেতাদের। গ্রেগের মতে, অনেক হয়েছে। করোনা টিকা না নেওয়ায় অনেকেই নানা ধরণের বাধার সম্মুখীন হয়েছেন। এবার এসব বন্ধ হওয়া উচিত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার বড় একটা অংশ এখনো করোনা টিকা নিতে ইচ্ছুক নন। অনেকে বিষয়টিতে বিশ্বাসই রাখেন না। করোনা টিকায় উৎসাহিত করতে তাই প্রদেশে প্রদেশে নানা ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করা হচ্ছে। 

সূত্র : সিএনএন


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)