‘করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র’


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-07-2021

‘করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ভুল পথে আছে। তিনি টিকার তৃতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করেছেন। খবর বিবিসি ও ডয়েচেভেলের।

যুক্তরাষ্ট্রে মধ্যে কিছু দিন সংক্রমণের হার কমেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ফাউচি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ নিতে হবে। তিনি জানিয়েছেন, কেমোথেরাপির রোগী বা আরো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার তৃতীয় ডোজ দিতে হবে। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য কি না, এমন প্রশ্নের জবাবে ফাউচি জানিয়েছেন, এ বিষয়ে নানা গবেষণা চলছে। তবে কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের তৃতীয় ডোজ নিতেই হবে।ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চও তাদের গবেষণায় জানিয়েছে, টিকার বুস্টার ডোজ নিতে হতে পারে। অর্থাত্, তৃতীয় ডোজ নেওয়া দরকার। আমেরিকায় মাস্ক ফিরিয়ে আনার কথাও বলেছেন ফাউচি। মধ্যে বাইডেন প্রশাসন জানিয়েছিল, দুটি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু ফাউচি জানিয়েছেন, নতুন করে মাস্কবিধি চালু করা প্রয়োজন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা