নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেকে এক বছরের কারাদণ্ড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-10-2021

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেকে এক বছরের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে  ইলিশ ধরার অপরাধে এক জেলেকে এক বছরের  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার্থে অভিযান চালায় প্রশাসন। 

এ সময় মা ইলিশ ধরার অপরাধে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত ফজলু শেখের পুত্র রুবেল শেখকে (৩০) আটক করা হয়। আটক রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণআদালত পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।

কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জানান, আমাদের প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে আমরা বিকেলে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকাসহ একজনকে আটক করি। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। বাকি ২ জেলে লাফিয়ে পালিয়ে যায়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা