বিগ বসে রাজ কুন্দ্রাকে নিয়ে সালমান খানের ঠাট্টা, হতবাক শামিতা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-10-2021

বিগ বসে রাজ কুন্দ্রাকে নিয়ে সালমান খানের ঠাট্টা, হতবাক শামিতা

জমে উঠেছে বিগ বস সিজন-১৫। জঙ্গলে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিযোগীদের যুদ্ধ জারি। সে লড়াইয়ে ইতিমধ্যেই একে অপরের মুখোমুখি প্রতিযোগীরা। এমনকি কয়েকদিনের মধ্যেই বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাকবিতণ্ডা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয় পড়ছে বিগ বসের সদস্যরা। তাদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সালমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। সেই মতোই গত শনিবার এসে মজার ছলে চমকে দিলেন শামিতা শেট্টিকে। 

তবে শুধু বকাবকি নয়,সঞ্চালক সালমান খান জনপ্রিয় বিগ বসের মঞ্চে তার জোকসের জন্য। সম্প্রতি স্পেশাল এপিসোডে মজায় মজায়  রাজ কুন্দ্রাকে নিয়ে সেরকমই একটি কথা বলে বসলেন বলিউডের ভাইজান। তার সেই কথা শুনে চমকে উঠেলেন রাজ কুন্দ্রার শ্যালিকা শামিতা শেট্টি। এদিন এপিসোডের শুরুতেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সলমন। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন গোসল করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। সেই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত। এদিন দুইজনের উপরেই চিৎকার করেন সালমান খান। প্রতীক ভুল করেছে এটা জেনেও কেন নিশান্ত তার পাশে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। সালমান খানের এমন ডাকে চমকে যান শামিতা শেট্টি। তবে পরে হেসে ফেলেন নায়িকা। 

একটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, অনেকেই তাকে রাজ কুন্দ্রার সঙ্গে গুলিয়ে ফেলেন। তিনি বলেন, প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে মজাই লাগত কিন্তু পরবর্তীকালে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় নাম গ্রেফতার হয়েছিলেন রাজ। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। রাজের গ্রেফতারির সময় বিতর্কের মুখে পড়েছিল শিল্পা শেট্টি সহ তাঁর পরিবার। একটি সাক্ষাৎকারে শামিতা জানিয়েছিলেন, রাজের গ্রেফতারির সময় বিগ বস ওটিটি তাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সেই সময় তাকেও বিতর্কের মুখে পড়তে হত। এরকম পরিস্থিতিতে বিগ বসের ঘরে রাজের নাম শুনে স্বভাবতই চমকে ওঠেন নায়িকা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা