পারমাণবিক সাবমেরিনের গোপনতথ্য বিক্রি, স্ত্রীসহ মার্কিন ইঞ্জিনিয়ার গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-10-2021

পারমাণবিক সাবমেরিনের গোপনতথ্য বিক্রি, স্ত্রীসহ মার্কিন ইঞ্জিনিয়ার গ্রেফতার

পারমাণবিক সাবমেরিনের গোপনতথ্য বিক্রির অভিযোগে মার্কিন নৌবাহিনীর এক ইঞ্জিনিয়ার ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

রবিবার প্রকাশিত আদালতের রেকর্ড অনুযায়ী, জোনাথন তোবে ও তার স্ত্রী ডায়ানা তোবেকে অ্যাটোমিক এনার্জি অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিদেশি শক্তির প্রতিনিধি এক ব্যক্তির কাছে তারা পরমাণুচালিত যুদ্ধজাহাজের নক্সা বিক্রির চেষ্টা করছিলেন।

বিচার বিভাগ জানায়, ওই ইঞ্জিনিয়ার প্রায় এক বছর ধরে এই কাজে নিয়োজিত ছিলেন। তবে তিনি কোন দেশের হয়ে কাজ করছিলেন, তা জানা যায়নি। সূত্র: আল-জাজিরা

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা