মার্চে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা আছে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-10-2021

মার্চে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা আছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, দেশে কভিড-১৯ এ চলমান দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমতে শুরু করেছে। তবে ভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে কাজ করতে গিয়ে মার্চে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস পাচ্ছি। তাই স্বাস্থ্যবিধি মানা এবং টিকা কর্মসূচিতে ঢিল দেওয়া যাবে না।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, কভিড-১৯ রেসপিরেটরি ভাইরাস গ্রুপের একটি ভাইরাস। সেপ্টেম্বর থেকে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। কারণ ইনফ্লুয়েঞ্জা সক্রিয় হচ্ছিল। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত রেসপিরেটরি ভাইরাস গ্রুপের অন্য ভাইরাস সক্রিয় থাকবে। এই ভাইরাসের অন্যতম বৈশিষ্ট্য একটি ভাইরাস শরীরের এক অংশে ঢুকলে অন্য ভাইরাসকে আর ঢুকতে দেয় না। তিনি বলেন, ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস ফুসফুস কিংবা শরীরের যে কোনো অংশে ঢুকলে কভিড-১৯-কে আর ঢুকতে দেবে না। এটা নিয়ে আমরা গবেষণা করছি। ফলাফল হাতে এলে আরও পরিষ্কার করে ধারণা দেওয়া যাবে। ভাইরাসের গতি-প্রকৃতি দেখে মনে হয় মার্চের দিকে বেড়ে আবার মে মাসে কমতে পারে। এই ঢেউয়ের শঙ্কা থাকাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, ধারাবাহিকভাবে টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে হবে। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা