ধোনির নৈপুণ্যে ফাইনালে চেন্নাই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-10-2021

ধোনির নৈপুণ্যে ফাইনালে চেন্নাই

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ধোনির অসাধারণ নৈপুণ্যে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যদিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো চেন্নাই।

রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭২ রান তোলে দিল্লি। জবাবে মাহেন্দ্র ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় চেন্নাই। ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ধোনি।

শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইর প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারের প্রথম বলেই আউট হন মঈন আলী। তবে প্রান্ত বদল করে স্ট্রাইক নেন ধোনি। দ্বিতীয় ও তৃতীয় বলে চার মারেন তিনি। পরের বলে ওয়াইড হয়। তাতে জয়ের জন্য শেষ ৩ বলে ৪ রান দরকার ছিল চেন্নাইর। চতুর্থ বলকে বাউন্ডারি পার করে জয় নিশ্চিত করেন ধোনি।

৩ রানেই উইকেট হারানোর পর চেন্নাইর জয়ের ভিত গড়ে দেন ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন উথাপ্পা। দ্বিতীয় উইকেটে তারা দুজন ১১০ রানের জুটি গড়েন। উথাপ্পা ৬৩ রান করে আউট হন।

এর আগে পৃথ্বি শ ৬০ রান ও রিশভ পন্তের ৫১ রানের সুবাদে দিল্লি ১৭২ রানের লড়াকু সংগ্রহ পায়। এ ছাড়া শিমরন হেটমায়ার ৩৭ রান করেন। ম্যাচসেরা হয়েছেন চেন্নাইর ঋতুরাজ গায়কোয়াড়।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা