জায়গা নিয়ে বিরোধের জেরে অগ্নিসংযোগের অভিযোগ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

জায়গা নিয়ে বিরোধের জেরে অগ্নিসংযোগের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলের পূর্বরূপ শংকর গ্রামের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্বরূপ শংকর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আশিকুর রহমানের সাথে একই গ্রামের শামছুল হকের ছেলে সেলিম মিয়া, কাছুম আলীর ছেলে জুনাব আলী, ছালেক মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের কেন্দ্র উভয় পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলে আসছিল।

শনিবার রাত আড়াইটার দিকে বাহুবল থানায় পুলিশের কাছে সংবাদ দেওয়া হয়। পূর্বরূপ শংকর গ্রামের আশিকুর রহমানের বাড়িতে প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে বাহুবল থানার এসআই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও সায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বাহুবল থানার এসআই এখলাছুর রহমান জানান, অগ্নিসংযোগকৃত বাড়ির মালিক আশিকুর আমাদেরকে বলেছেন, তার বাড়িতে প্রতিপক্ষ সেলিম মিয়া গংরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তাদের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শক্রতা চলছিল। থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখবে।

এ ব্যাপারে আশিকুর রহমান জানান, সেলিম মিয়া, জুনাব আলী, ছালেক মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে তারা আমাদের বাড়িতে আসা-যাওয়ার রাস্তাটি গত ১৪ আগস্ট জোরপূর্বক বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা আদালতে মামলা দায়ের করলে আদালত ১৪৪ ধারা জারি করেন। কিন্তু সেলিম মিয়া গং ১৪৪ ধারা ভঙ্গ করে আমাদের উপর নির্যাতন করে যাচ্ছে। শনিবার রাত আড়াইটার দিকে আমাদের ঘুমে থাকা অবস্থা বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে এবং আগুন লাগিয়ে দেয়। আমরা ঘুম থেকে উঠে বাড়িঘর ও আগুন দৃশ্য দেখে চিৎকার করলে সেলিম মিয়া তার লোকজন নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে এ বিষয়টি বাহুবল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তাদের বাড়িঘর পুড়ে আড়াই থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা