হামলার আশঙ্কায় ফাঁকা গুলি ছুড়লেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-10-2021

হামলার আশঙ্কায় ফাঁকা গুলি ছুড়লেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলার আশঙ্কায় ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোরেলগঞ্জ সদরের কৃষিব্যাংক রোড়ে আব্দুল হাই খানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। 

২য় ধাপের ইউপি নির্বাচনে তফসিলভূক্ত খাউলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খান ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

হাই খান বলেন, একদল যুবক তাকে আক্রমণের জন্য তার বাড়ির সামনে ভিড় করে উত্তজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে এক পর্যায়ে তিনি তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে আত্মরক্ষার্থে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গুলি ছোড়ার মতো ঘটনা ঘটেনি, তবুও হাই খান গুলি ছুড়েছেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা